৫ জন করোনা আক্রান্তের সন্ধান মাত্র ৩০ মিনিটেই! পাতিপুকুর মাছ বাজারে ছড়ালো চরম আতঙ্ক
বেস্ট কলকাতা নিউজ : পুরসভার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট৷ এর ফলে ফলাফল জানা যাচ্ছে মাত্র ৩০ মিনিটের মধ্যেই৷ রবিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে পাতিপুকুরের পাইকারি মাছ বাজারে৷ সেখানে মাত্র ৩০ মিনিটেই ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর৷আর এর জেরেই মাছ বাজারে ছড়িয়েছে চরম আতঙ্কও।
পুরসভা সূত্রে খবর, মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয় বাজারের ক্রেতা -বিক্রেতা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে৷ তাঁদের মধ্যে পজিটিভ এসেছে ৫ জনের রিপোর্ট৷ আক্রান্তদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে ২ জনের৷ আর ৩ জনের কোনো রকম উপসর্গ নেই৷ আরও জানা গিয়েছে,পাতিপুকুর মাছ বাজারে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষের ভিড় হয় ক্রেতা-বিক্রেতা সব মিলিয়ে৷ ১৩০টি আড়ত্দার রয়েছে এই পাইকারি বাজারে৷ জনবহুল হওয়ায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় এই মাছ বাজারে৷ পুরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে টেস্টের পাশাপাশি এমনকি মাছ বাজার চত্বর জীবাণুমুক্ত করা হবে বলেও৷
এছাড়া বাংলায় এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৬০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে বলে রাজ্যের স্বাস্থ্য ভবনের বুলেটিনে প্রকাশ করা হয়েছে৷ এখন প্রতিদিন ২৫ হাজারের বেশি টেস্ট হচ্ছে ওই ল্যাবরেটরিতে ৷অন্যদিকে, বাংলায় আক্রান্তের সংখ্যাও ছাড়াল ৯৫ হাজার৷ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ হাজার৷