২৫শে ডিসেম্বর শিলিগুড়িতে পড়লো কনকনে ঠান্ডা, উপভোগ করলেন বহু সাধারণ মানুষ
শিলিগুড়ি : ২৫শে ডিসেম্বরের ঠান্ডা উপভোগ করছেন শিলিগুড়ির মানুষ। এদিন মূলত সকাল থেকেই ছুটির দিন উপভোগ করতে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন । প্রচুর মানুষ পিকনিকও করেন । গির্জায় গির্জায় এদিন ঘন্টাধ্বনি শুরু হয় । বহু মানুষ এদিন গির্জায় এসে প্রার্থনাও করেন। এমনকি এদিন তাপমাত্রা কমে ১০/১১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায় । শহর শিলিগুড়ির মানুষ এদিন একটা আলাদা আনন্দ হিসাবে এই দিন থেকে উপভোগ করেন। শীতে কাঁপতে কাঁপতে বহু মানুষ এই দিন সকালে বেরিয়েও পড়েন। অনেকেই এদিন দেখা গেছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে। ২৫শে ডিসেম্বর সাধারণত শিলিগুড়িতে একটা আলাদা উৎসবের মেজাজ থাকে। এবারও তার কোনো ব্যতিক্রম হলো না। একটা আলাদা দিন হিসেবে মানুষ এই দিনটা উপভোগ করেন। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠান্ডা আরো বাড়বে বলেই।


