বছরের শুরুতে হতে চলেছে মোদি-বিরোধী জোর প্রচার, ‘মনরেগা বাঁচাও অভিযানে’ নামতে চলেছে কংগ্রেস নেতৃত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এমজিএনআরইজিএ-র বদলে ভিবি-জি রাম জি আইন এনে নোটবন্দির মতো দেশের গরিব জনসাধারণের জন্য বিপর্যয় ডেকে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর জন্য তিনি একাই দায়ী ৷ এর বিরুদ্ধে দেশজুড়ে ‘মনরেগা বাঁচাও অভিযান’ প্রচার নামবে কংগ্রেস ৷ শনিবার কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের এমজিএনআরইজিএ-র পরিবর্তে জিরামজি বিল পাশ হয় ৷ পরে এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিল আইনে পরিণত হয় ৷ সংসদের শীতকালীন অধিবেশনে বিল পেশ করার আগে থেকেই ‘মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ (এমজিএনআরইজিএ) বাতিলের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ লোকসভায় এই বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে ৷ পরদিন 18 ডিসেম্বর তুমুল বিক্ষোভের মধ্যে লোকসভায় পাশ হয় জিরামজি বিল ৷

এনিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল কংগ্রেস ৷ এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বলেন, “প্রধানমন্ত্রী একা এমজিএনআরইজিএ-কে ধ্বংস করে দিয়েছেন ৷ এই বিষয়ে তাঁর মন্ত্রিসভার সঙ্গে কোনও পরামর্শ করেননি ৷ এই প্রকল্প নিয়ে বিশদে জানার চেষ্টাও করেননি ৷ আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ৷ আমি আত্মবিশ্বাসী, সব বিরোধী দলগুলিই আমার পাশে থাকবে ৷” কংগ্রেস সাংসদ রাহুল ঘোষণা করেন, আগামী ৫ জানুয়ারি থেকে ‘এমজিএনআরইজিএ বাঁচাও অভিযান’-এর সূচনা করবে কংগ্রেস ৷ এই প্রকল্প নিয়ে দেশজুড়ে প্রচার চালানো হবে ৷ তাঁর দাবি, ইউপিএ-জমানার এই প্রকল্পের প্রশংসা করেছে সারা বিশ্ব ৷ এই আইন বাতিল করে দেওয়ার অর্থ দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত হানা ৷ তিনি বলেন, “এই প্রকল্প বদল রাজ্যগুলি এবং গরিব-দুঃস্থ মানুষের উপর একটা বিপর্যয়কারী হামলা ৷ অনেকটা নোটবন্দির মতো ৷ প্রধানমন্ত্রী একাই এমজিএনআরইজিএ-কে ধ্বংস করে দিলেন ৷” এই সাংবাদিক বৈঠকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সিডব্লিউসি বৈঠকে আমরা শপথ নিয়েছি, এমজিএনআরইজিএ-এর জন্য একটি প্রচার শুরু হবে ৷ আগামী ৫ জানুয়ারি থেকে কংগ্রেসের নেতৃত্বে ‘এমজিএনআরইজিএ বাঁচাও অভিযান’-এর সূচনা হবে ৷” তাঁর কথায়, এটা শুধু একটা প্রকল্প নয় ৷ সংবিধানে বর্ণিত ‘কাজের অধিকার’ও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *