ছোট থেকে বড় সকলের শুভেচ্ছা নিয়ে বড় হতে চায় শিলিগুড়ির পার্নিক দত্ত
নিজস্ব সংবাদদাতা : জন্মদিন বলে ওর আলাদা কিছু নেই। তাই স্বাভাবিক হয়ে এগিয়ে যেতে চায় শিলিগুড়ির পার্নিক দত্ত। বাবা পংকজ দত্ত একজন ব্যবসায়ী শুধু ব্যবসায়ী নন বিশিষ্ট ব্যবসায়ী, মা শ্রাবণী দত্ত একজন জনপ্রতিনিধি। তবুও পর্ণিক একেবারেই সাধারণ হয়ে থাকতে চায়। সে জানায় পড়াশোনা করে বড় হয়ে সে সবার মাঝে আসতে চায়। তাই সে আপাতত মন দিয়ে পড়াশোনা করছে। পার্নিক আরো জানায় পড়াশোনা ছাড়াও অন্য অনেক কিছু তার ভালো লাগে। তবে সে আপাতত পড়াশোনাই করতে চায়। বিখ্যাতদের মাঝে একেবারেই সাধারণ হয়ে কিভাবে থাকে সে, কারন অন্যান্য বাচ্চাদের মতো তার অত আকাঙ্ক্ষা নেই বলেই জানালেন তার মা শ্রাবণী দত্ত। তিনি আরো জানান ও বাড়িতে থাকতেই বেশি ভালবাসে, বেড়াতে যেতে বেশি পছন্দ বেশি করে না, ঘরে থাকতে পছন্দ করে পার্নিক ।


