কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দির থেকে কাশীপুর উদ্যানবাটি, সর্বত্র ভক্তদের ঢল নামলো নতুন বছরের প্রথম দিনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বছরের প্রথম দিন, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটিতে ভিড় ছিল উপচে পড়া। মানুষের বিশ্বাস, কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেছিলেন তিনি। আর সেই বিশ্বাস থেকে প্রতি বছর ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব।বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে চলছে একাধিক অনুষ্ঠান। বহু ভক্তকে পুজোর ডালা হাতে লাইনে অপেক্ষা করতে দেখা গিয়েছে। মন্দিরগুলির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিনে রাজ্যজুড়ে পিকনিকের আমেজ। সেলিব্রেশনের মুডে রাজ্যবাসী। ইকো পার্ক, নিক্কো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেমেছে মানুষের ঢল। খুদেরাও মেতেছে নিউ ইয়ার সেলিব্রেশনে। আর এই আনন্দের সঙ্গে উপরি পাওয়া শীত। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে। ঝলমলে রোদের দেখাও নেই। ফলে ঠান্ডা উপভোগ করার সুযোগ আরও অনেক বেশি।মিউজিয়াম, পার্কস্ট্রিট, ইকো পার্ক, নিক্কো পার্ক- সমস্ত জায়গায় থিকথিকে ভিড়। ৩১ ডিসেম্বর চিড়িয়াখানায় পর্যটকের সংখ্যা ছিল ২৭ হাজার ৮৪০ জন। এই সংখ্যা অবশ্য গত বছরের শেষ রবিবারের থেকে কম। সে দিন পর্যটকের সংখ্যা ছিল ৭১ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *