ভুয়ো সাইট খুলে অবাধে চলছে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার মিউজিয়ামের টিকিট বিক্রি, সক্রিয় প্রতারণা চক্র
বেস্ট কলকাতা নিউজ : আলিপুর মিউজিয়ামে শুধু ব্রিটিশ আমলের নথিপত্রই রয়েছে এমনটাই নয়, রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সেল। সারাবছরই সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। শীতের মরশুমে ভিড় বাড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে আলিপুর মিউজিয়ামের টিকিট বিক্রি করছে প্রতারকরা। এমনকি আর সেখান থেকে সেই টিকিট কিনে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। এদিকে বিষয়টি নজরে আসার পর হিডকো কর্তৃপক্ষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করে। হিডকোর অভিযোগ, সাধারণ মানুষকে হয়রান করতে এবং হিডকোর বদনাম করতেই চলছে এই চক্রান্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।

আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে গড়ে উঠেছে মিউজিয়াম। ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেছিলেন। হিডকো ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মিউজিয়ামের প্রবেশমূল্য ৩০ টাকা। আলিপুর মিউজিয়ামের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। তবে সেখান থেকে টিকিট কাটা যায় না। কেবলমাত্র ‘যাত্রীসাথী’ অ্যাপ থেকে অনলাইনে এই মিউজিয়ামের টিকিট কাটতে হয়। সেখানে আলিপুর মিউজিয়ামে ক্লিক করে ‘বুক টিকিট’ লেখা জায়গায় যেতে হয়। তারপর কোন তারিখে যেতে চান, সেই দিন নির্বাচিত করে কাটতে হয় টিকিট। সম্প্রতি হিডকো কর্তৃপক্ষের নজরে আসে ওই বেআইনি ওয়েবসাইট। ইন্টারফেস হুবহু অফিসিয়াল মিউজিয়ামের মতো। এমনকী আসল ওয়েবসাইটের ছবিগুলিও সেখানে ব্যবহার করেছে প্রতারকরা। ফলে যাঁরা ওই ওয়েবসাইট খুলে টিকিট কাটছেন, তাঁরা ভাবছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কাটলেন টিকিট।

