দিল্লি হিংসা মামলায় উমর-শারজিলের জামিন খারিজ করল দেশের শীর্ষ আদালত
বেস্ট কলকাতা নিউজ : দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে জেল বন্দি খালিদরা ৷ সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এনভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করার কথা ছিল ৷ তাতেই খালিদ এবং ইমাম সম্পর্কে শীর্ষ আদালত বলেছে যে, খালিদ এবং ইমাম অন্যান্য অভিযুক্তদের তুলনায় গুণগতভাবে ভিন্ন অবস্থানে রয়েছেন ৷ তাই মামলার অন্যান্য অভিযুক্তদের জামিন দেওয়া হলেও ওই দুই ছাত্রনেতাকে জামিন দেওয়া হল না ৷ যারা জামিন পেলেন তাঁদের মধ্যে রয়েছেন গলফিশা ফাতিমা, মীরা হায়দার, শিফা উর রেহমান, মহম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদ । তবে একবছর বা এই মামলায় সব সাক্ষীর বয়ান রেকর্ডের পর নতুন করে জামিনের আবেদন করতে পারেন খালিদ ও ইমাম । এই স্বাধীনতা মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট ৷

২০২০ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-র প্রতিবাদে দিল্লিতে হিংসার ঘটনা ঘটে ৷ এই সংঘর্ষে 53 জনের মৃত্যু হয়েছিল ৷ আহতের সংখ্যা ছিল ৭০০ জনেরও বেশি ৷ সংঘর্ষের নেপথ্যে বৃহত্তর চক্রান্ত করার অভিযোগ উঠেছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ, শারজিল ইমামদের বিরুদ্ধে ৷
এমনকি ওই বছরের সেপ্টেম্বরে গ্রেফতার হন উমর খালিদ, শারজিল ইমাম, গুলফিশা ফতিমা, মীরন হায়দার, শাদাব আহমেদ এবং মহম্মদ সেলিম খান-সহ আরও অনেকে ৷ তাঁদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ (আন-ল-ফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট, ১৯৬৭ )-সহ আরও বেশ কয়েকটি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে দিল্লি পুলিশ ৷ ইউএপিএ-তে কাউকে গ্রেফতার করা হলে, বিনা বিচারে এবং দোষী সাব্যস্ত না-হলেও তাঁকে কারাবন্দি করে রেখে দেওয়া যায় ৷ খালিদ, শারজিল এবং অন্য ছাত্রনেতাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগের ফলে সারা দেশের ছাত্রসমাজ মোদি সরকারের কড়া সমালোচনা করে ৷

