হাড় কাঁপানো শীত এবং ঠান্ডা হাওয়া, পোয়া বারো শিলিগুড়ির গরম জামা কাপড় বিক্রেতাদের
শিলিগুড়ি : একদিকে হাড় কাঁপানো শীত, এবং তার উপর প্রবল ঠান্ডা হাওয়া, যার জেরে পোয়া বারো অবস্থা শিলিগুড়ির গরম জামা কাপড় বিক্রেতাদের । রোববার ছুটির দিন, রাস্তার উপরে ঢালাও বিক্রি হচ্ছে গরম জামা কাপড় এবং মোজা। শিলিগুড়িতে এটাই আনন্দ, জানালেন বিক্রেতারা। তারা জানান কনকনে ঠান্ডায় দুপুরটাকে মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে, এদিকে ক্রেতাও কম নেই, ভিড় উপচে পড়ছে প্রতিটি দোকানে দোকানে। অনেকেই জানালেন , শরীরকে তো ঠিক রাখতেই হবে। তাই বিক্রি হচ্ছে গরম জিনিসপত্র।


