কয়েক দিনের কনকনে ঠান্ডার পরে রোদের দেখা মেলায় অবশেষে পরম স্বস্তিতে শহর শিলিগুড়ির মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: কয়েক দিনের কনকনে ঠান্ডার পরে রোদের দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তি পেলো শহর শিলিগুড়ির মানুষজন। এদিকে এদিন সকাল থেকেই রোদ উঠায় কিছুটা স্বস্তি অনুভব করছেন শিলিগুড়ির মানুষজন। রাতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, তার সাথে ছিল ঘন কুয়াশা এবং ঠান্ডা হাওয়া। তবে এদিন সকাল থেকেই আবহাওয়ার চেহারায় অনেকটাই পরিবর্তন হয়েছে। রোদের সাথে সাথে কমেছে ঠান্ডাও। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঠান্ডা আবার বাড়বে। এদিকে গোটা উত্তরবঙ্গে যেভাবে শৈত্যপ্রবাহ চলছে তাতে অনেকটাই স্বস্তি অনুভব করছেন গরম জামা কাপড় বিক্রির ব্যবসায়ীরা। এমনকি গত ২০ বছরে এরকম ঠান্ডা শিলিগুড়িতে শুধু শিলিগুড়ি না গোটা উত্তরবঙ্গে কবে পড়েছে সেটা বলতে পারবেন না কেউ। তবে ঠান্ডা বাড়ার সাথে সাথে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়েছে। যাতে খুশি হোটেল ব্যবসায়ীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *