নীরব মানবতার প্রতীক দিল্লির পূজা শর্মা, সম্মানের সঙ্গে সম্পন্ন করেছেন ৬ হাজারের বেশি মানুষের শেষকৃত্য
নিজস্ব সংবাদদাতা : দিল্লির বাসিন্দা পূজা শর্মা—একজন সাধারণ মানুষ হয়েও আজ তিনি সকলের সামনে স্থাপন করেছেন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ২০২২ সালে নিজের ভাইয়ের শেষকৃত্য একা হাতে সম্পন্ন করতে গিয়েই জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। সেই দিনই তাঁর মনে জন্ম নেয় এক দৃঢ় সংকল্প—আর কোনও মানুষ যেন অবহেলায়, অযত্নে ও অসম্মানে শেষ বিদায় না পায়। আর সেই প্রতিজ্ঞা থেকেই অবশেষে শুরু তাঁর নিঃস্বার্থ পথচলা। আজ পর্যন্ত পূজা শর্মা ৬ হাজারেরও বেশি লাবারিস ও পরিত্যক্ত মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন, সম্পূর্ণ মানবিক মর্যাদা ও সম্মানের সঙ্গে। এই কাজে তাঁর কোনও আর্থিক লাভ নেই, নেই প্রচারের আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত স্বার্থ। আছে শুধু একটাই লক্ষ্য—মানুষের পাশে একজন মানুষ হয়ে দাঁড়ানো। যে সমাজে বহু মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেখানেই নীরবে দায়িত্ব তুলে নিয়েছেন পূজা শর্মা।


