আতঙ্ক বা হয়রানি নয়, মানুষের পাশে থাকাই আমাদের ধর্ম, বোঝালেন কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনন্যা ব্যানার্জি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তথাকথিত ‘SIR’-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে অবশেষে ১০৯ নম্বর ওয়ার্ডের ১৮/৩ কালিকাপুর অঞ্চলে প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বললেন কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। তিনি এদিন তাঁদের আশ্বস্ত করে জানালেন —ভয়ের কোনো কারণ নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি।

এরই সাথে এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের খতিয়ান বা ‘উন্নয়নের পাঁচালী’ মা-মাটি-মানুষের হাতে তুলে দিয়ে তিনি জানান যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন আমাদের সাথে আপনাদের কোন চিন্তা নেই। বিভাজন নয়, উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। এটা বিজেপি বুঝতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে এবং মানুষের পাশে সর্বদা থাকেন। এই এস আই আর এর নাম করে বিজেপি রাজ্য জুড়ে যেভাবে বিভাজন সৃষ্টি করছে তাতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে যাচ্ছেন। এদিন তিনি আরোও জানান আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে বিশ্বাসী। তাই তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অনন্যা বন্দ্যোপাধ্যায় এদিন ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে তাদেরও আশ্বস্ত করেন । তিনিএও জানান আমি আছি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে, আপনাদের কোন চিন্তা নেই , কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *