জলপাইগুড়ি শহরের করলাভ্যালি চা বাগানে পরিত্যক্ত গর্তে পড়লো হাতি, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে
জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের করলাভ্যালি চা বাগানে পরিত্যক্ত গর্তে পড়লো একটি হাতি ।আর যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। তবে ওই হাতিটি কিভাবে ওই এলাকায় এসে এদিন গর্তে পড়ে গেল সেটা নিয়েও দুশ্চিন্তায় পড়ে যান সাধারণ মানুষ। অনেকেই বলেন দিনের পর দিন একই সমস্যা তৈরি হচ্ছে। অথচ বনদপ্তরের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বনদপ্তরের তরফ থেকে অবশ্য এদিন জানানো হয় আমাদের পক্ষ থেকে প্রচন্ডভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু সমাধানের কোন উপায় বের করা সম্ভব হচ্ছে না। কিভাবে ওই হাতিটি ওই গর্তের মধ্যে পড়ে গেল, এবং ওই হাতিটির পরিস্থিতি কেমন সেটাই এদিন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। হাতিটির অবস্থা খুব একটা ভালো নেই। পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না দাঁড়ায় তার জন্য পশু চিকিৎসালয় তে খবর দেওয়া হয়েছে। হাতিটির অবস্থা যে জায়গায় রয়েছে, আর যাতে খারাপ না হয় এজন্য নজর রাখা হবে।


