বৃদ্ধাকে কুপিয়ে নৃশংস খুন বেহালার ফ্ল্যাটে ! অবশেষে গ্রেফতার হল প্রাক্তন পরিচারিকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেহালার পর্ণশ্রী থানার বেচারাম চট্টোপাধ্যায় রোডে ১ বৃদ্ধার নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হল এলাকায় ৷ অভিযোগ, ওই বাড়ির প্রাক্তন পরিচারিকা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন অনিতা ঘোষ (৬৪ ) নামে ওই বৃদ্ধাকে ৷জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পর্ণশ্রী ৩৯৬ /৯ নম্বর বহুতলের ৭ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা অনিতা ঘোষ তাঁর স্বামী অরূপ ঘোষের সঙ্গে বসবাস করছিলেন ৷ তাঁর স্বামী বর্তমানে গুরুতর অসুস্থ এবং শয্যাশায়ী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ন’টা নাগাদ পর্ণশ্রী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর আসে ৷ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৷ জানা গেছে গুরুতর জখম অবস্থায় অনিতা ঘোষকে তাঁর ছেলে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক এদিন তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “গোটা ঘটনার তদন্ত চলছে ৷ এখনই কিছু বলা সম্ভব নয় ৷” তবে, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই ফ্ল্যাটে আসেন বাড়ির প্রাক্তন পরিচারিকা সঞ্জু সরকার (৩৪) ৷ তিনি পূর্ব বড়িশার বাসিন্দা ৷ ফ্ল্যাটে ঢুকে অনিতা ঘোষের কাছে টাকা চান সঞ্জু ৷ কিন্তু, তাঁকে টাকা দিতে অস্বীকার করেন ওই বৃদ্ধা ৷ অভিযোগ, টাকা দিতে না-চাওয়ায় বচসা জুড়ে দেন সঞ্জু ৷ আর সেই বচসা চলাকালীন ঘরে থাকা একটি ধারাল ছুরি তুলে নিয়ে অতর্কিতে বৃদ্ধার উপর হামলা চালান ওই পরিচারিকা ৷ বৃদ্ধার বুকে ও পেটে একাধিকবার কোপ মারেন ৷ সেই সময় বৃদ্ধা অনিতা ঘোষ প্রতিরোধ করলে, সামান্য আহত হন অভিযুক্ত সঞ্জু সরকারও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *