SIR-এর ‘সমস্যা’ নিয়ে এবার সিইও-র সঙ্গে বৈঠকে বসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘাত চরমে । ‘তু তু ম্যায় ম্যায়’ পর্ব পেরিয়ে এবার সরাসরি প্রশাসনিক স্তরে বিষয়টির নিষ্পত্তির চেষ্টায় তৃণমূল কংগ্রেস । অতীতে এই বিষয় নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার হয়রানির অভিযোগ নিয়ে আলোচনার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও -র সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তিনি । দিনক্ষণও চূড়ান্ত । আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিইও দফতরে যাচ্ছেন অভিষেক । ইমেল মারফত এই সাক্ষাতের আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে ৷ যার প্রেক্ষিতে আগামী মঙ্গলবার বৈঠকের সময় নির্ধারিত হয় । দিল্লির নির্বাচন সদনের পর এবার খোদ রাজ্যের সিইও-র সঙ্গে অভিষেকের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে । এসআইআর পর্বের শুরু থেকেই কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

এদিকে দলের অভিযোগ, নির্বাচন কমিশন একাধিক ক্ষেত্রে একপেশে এবং অযৌক্তিক আচরণ করছে । বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা ‘ডিলিট’ করার ক্ষেত্রে যে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-র যুক্তি দেখানো হচ্ছে, তা নিয়ে ঘোর আপত্তি রয়েছে শাসকদলের । সূত্রের খবর, ২৭ জানুয়ারির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত সাত নম্বর ফর্মের জটিলতা এবং পর্যাপ্ত সময় না-দিয়ে তড়িঘড়ি তালিকা সংশোধনের কাজ শেষ করার কমিশনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলবেন । তৃণমূল নেতৃত্বের দাবি, এই তাড়াহুড়োর ফলে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ।

বৈঠকের অন্যতম এজেন্ডা হতে চলেছে বিএলও (BLO) বা বুথ লেভেল অফিসারদের ওপর কাজের চাপ ও নিরাপত্তা । তৃণমূলের অভিযোগ, কমিশনের অপরিণামদর্শী সিদ্ধান্তের জেরে বিএলও-দের ওপর অমানুষিক কাজের চাপ সৃষ্টি হয়েছে, যার জেরে রাজ্যে বিএলও মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে । এমনকি এই ইস্যুতে খোদ সিইও দফতরের অন্দরেই নজিরবিহীনভাবে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএলও-রা । অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি সিইও-র সামনে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরবেন বলে জানা যাচ্ছে ৷ পাশাপাশি, ভোটার হিসেবে বয়স প্রমাণের নথি নিয়েও কমিশনের নিয়মে আপত্তি রয়েছে শাসকদলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *