ব্যবস্থা নিন ‘BSF বাড়াবাড়ি করলে, দায়ের করুন FIR’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রশাসনিক সভা থেকে ফের বিএসএফ-কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । “আপনারা সরকারি কর্মী। বিএসএফ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর করুন।” ডিএ, এসপি, বিডিওদের এই কড়া বার্তাই দিলেন মমতা। এদিন মালদার প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, “আমি পুলিশ, বিডিও, ডিএম-দের বলব মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকারে আপনারা খুব পাওয়ারফুল। এখানে কিন্তু, কেন্দ্র পাওয়ারফুল নয়। আপনার এলাকায় ঢুকে বিএসএফ যদি কোনওরকম গণ্ডগোল করে, কোনওরকম অনাচার করে, তাহলে এফআইআর করে কড়া ব্যবস্থা নিন। এটা মাথায় রাখবেন। বিএসএফের অত্যাচার আমি সহ্য করব না।”

পাশাপাশি কালিয়াগঞ্জ ইস্যুতেও বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। গুলি চলেছে কোথা থেকে সেই প্রশ্নও এদিন করেন। মৃত্যুঞ্জন বর্মনের মৃত্যুতে বিএসএফকে নিশানা করে মমতা বলেন, “গুলিটা কে চালালো? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?” প্রশ্ন ছোড়েন পুলিশের দিকেও। জিজ্ঞেস করেন, “এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে? ওরা তো এখন ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে অনেক জায়গায়। অনেক খবর পেয়েছি। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে। এই গ্রামটা কী বিএসএফ সুভারভাইস করে? আমি জিজ্ঞেস করছি এই কারণে কারণ এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালল তা দেখা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *