এবার SIR-শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের আইআসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
নিজস্ব সংবাদদাতা : এবার SIR-শুনানিতে ডাক পেলেন আইআসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। কমিশন সূত্রে জানা গেছে মূলত আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের আইআসএফ বিধায়ককে। মূলত বিধায়ককে ডাকা হয়েছেজাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে আসার জন্য। তার দেওয়া তথ্যে অসঙ্গতি আছে এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে।


