অবশেষে পদ থেকে অব্যাহতি দেওয়া হল প্রশান্ত বর্মনকে, নতুন দায়িত্বে এলেন রাজগঞ্জের জয়েন্ট বিডিও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বড় বিপাকে পড়লেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন । খুনের মামলায় যুক্ত থাকার কারণে বিডিওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল তাঁকে । তাঁর জায়গায় রাজগঞ্জের বিডিওর চেয়ারে বসলেন সৌরভকান্তি মণ্ডল । তিনি মূলত রাজগঞ্জের জয়েন্ট বিডিও পদে ছিলেন৷ এদিকে সুপ্রিম কোর্টে স্বর্ণ ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনের জামিনের আবেদন নাকচ হয়ে যায় । সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বিডিও বদল করা হয় রাজগঞ্জে । এদিন সৌরভকান্তি মণ্ডলকে সংবর্ধনা দিতে রাজগঞ্জ বিডিও অফিসে পৌছে যান বিধায়ক খগেশ্বর রায় । তিনি বলেন, “রাজগঞ্জের বিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে সৌরভকান্তি মণ্ডলকে । তাই তাঁকে সংবর্ধনা দিতে এসেছিলাম ।”

রাজগঞ্জ ব্লকের সদ্য দায়িত্ব পাওয়া বিডিও সৌরভকান্তি মণ্ডল এও বলেন, “আমাকে বিডিওর দায়িত্ব সামলানোর কথা বলা হয়েছে । প্রশাসনের নির্দেশে আমি বিডিও-র দায়িত্বভার গ্রহণ করেছি । প্রশাসন যেভাবে বলে সেই ভাবেই কাজ করব ।” উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার নিউটাউন থেকে স্বপন কামিলা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় ৷ দু’দিন পর তাঁর শ্যালক দেবাশিস কামিলা বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ ও খুনের অভিযোগ দায়ের করেন ৷ সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ৷

ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে । একজনের নাম রাজু ঢালি ও অন্যজনের নাম তুফান থাপা ৷ রাজু ঢালি প্রশান্ত বর্মনের গাড়ির চালক বলে দাবি করা হয়েছে । প্রশান্ত বর্মন কালচিনির বিডিও হিসেবে থাকাকালীন তুফান থাপা তাঁর ছায়াসঙ্গী ছিলেন বলে অভিযোগ । যদিও এই ঘটনায় প্রথম থেকে প্রশান্ত বর্মন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷ ওই মামলায় নিম্ন আদালত থেকে প্রশান্ত বর্মন আগাম জামিন পান ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে তিনদিনের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় ৷ প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । কিন্তু শীর্ষ আদালতও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *