শিশুমনে ক্রমশ বিস্তর কুপ্রভাব ফেলছে মোবাইল আসক্তি, ‘মুঠোফোনে বন্দি শৈশব’ নবদ্বীপের স্কুলে বাণীবন্দনায় উঠে এল এমনি এক অভিনব থিম
বেস্ট কলকাতা নিউজ : শিশুমনে বিস্তর কুপ্রভাব ফেলছে মোবাইল আসক্তি। সেই মুঠোফোনের নেশা থেকে শৈশবকে বাঁচানোর বার্তা দিচ্ছে নবদ্বীপের বকুলতলা ফিডার ইনস্টিটিউশন। এবার বাণীবন্দনায় এই স্কুলের থিম ‘মুঠোফোনে বন্দি শৈশব’। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানালেন, শৈশব জীবনের এমন একটা সময়, যার স্মৃতি মানুষ সারাজীবন বহন করে চলে। এখন সেই শৈশব মুঠোফোনের দৈত্যপুরীতে বন্দি হয়ে পড়েছে। ধুলো জমে গল্পের বইয়ে। দস্যি ছেলেটার চোখে আজ ঘুম নেই, স্বপ্নে রূপকথার জগৎ নেই। আছে শুধু মুঠোফোনের জগৎ। একটা যন্ত্র যখন ফাঁদে পরিণত হয়, তখন তা ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। অভিভাবকদেরও সংযতভাবে মোবাইল ব্যবহার করতে হবে। থিমের মাধ্যমে এই বার্তাই দেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষিকা অনসূয়া মণ্ডল বলেন, নানারকম ইনডোর, আউটডোর খেলার প্রতি ছোটদের মনোনিবেশ করতে হবে। কচিকাঁচাদের মধ্যে দাবা খেলার প্রচলন এক্ষেত্রে বিশেষ সহায়ক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌস্তভ সরকার বলেন, সবার কাছে আমাদের একটাই আবেদন, বাচ্চাদের মোবাইল না দিয়ে বই দিন। খেলাধুলোর জন্য মাঠে নিয়ে যান। মণ্ডপে অডিওর মাধ্যমেও আমরা সেই বার্তা দেব।


