কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ রামপুরহাট মামলা নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সিবিআই কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করল রামপুরহাট মামলা নিয়ে। এদিকে মামলাকারীরা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ২১ মার্চ রাতে বগটুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখের খুনের ঘটনায়। সেই তদন্তভার নিয়ে হাইকোর্টে সিবিআই জানায় , ভাদু শেখ হত্যার পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। মানুষ হাঁটাচলা করেছে ভাদু শেখের বাড়ি এবং বাড়ির আশেপাশে এবং তথ্যপ্রমাণ বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। তবে আমরা তদন্তভার গ্রহণ করব আদালত নির্দেশ দিলে। আমরা এই মামলার তদন্তে টাওয়ার ডাম্পিং প্রযুক্তির ব্যবহার করেছি।

এদিকে রামপুরহাটের ঘটনায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে ভাদু শেখের মামলার ভার সিবিআইকে দেওয়ার আর্জি ছিল শুধু একটিতেই। পুলিশ এই মামলার তদন্ত করছে, তাই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানাল এই মামলা সিবিআইকে দেওয়ার কোনো দরকার নেই বলে। এদিকে কারা ভাদু শেখের ঘটনার তদন্ত করছে এবং কী পরিস্থিতি তা রাজ্যের কাছে জানতে চাইল আদালত। মামলার শুনানি শেষ হাইকোর্টে। রায়দান স্থগিত রাখলেন বিচারপতিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *