করেছিলেন আরজি কর তদন্তের তদারকি ! রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় উঠলো সেই সিবিআই-এর যুগ্ম অধিকর্তার নাম
বেস্ট কলকাতা নিউজ : প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৩১ জন আধিকারিককে এবার পুরস্কার দিয়ে সম্মানিত করবে ভারত সরকার ৷ তাঁদের মধ্যে রয়েছেন একজন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর ৷ পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ হতে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি ৷উল্লেখ্য , কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত হচ্ছিল তাঁর তদারকিতে ৷ ২০২৪ সালের ৯ অগস্ট সকালে আরজি করের চার তলার সেমিনার রুমে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নির্যাতিতা তরুণীকে ৷ জানা যায়, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য তথা সারা দেশে ৷

প্রথমে এই খুনের তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ 24 ঘণ্টার মধ্যে হাসপাতালের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার বর্তায় সিবিআই-এর উপর ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুগ্ম অধিকর্তা ভি চন্দ্রশেখরের নেতৃত্বে তদন্ত শুরু হয় ৷ প্রায় দেড় বছর হতে চলল পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে শুধুমাত্র সঞ্জয় রাইকে গ্রেফতার করা হয়েছে ৷ শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সে ৷ তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে আদালত ৷এদিকে এই হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর হতে চলল ৷ এমনকি নির্যাতিতার বাবা-মা সিবিআই-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি, প্রকৃত দোষীরা এখনও অধরা ৷ সিবিআই তাদের ধরতে পারছে না ৷ এরই মধ্যে প্রজাতন্ত্র দিবসে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর তথা ২০০০সালের গুজরাতের আইপিএস ক্যাডার ভি চন্দ্রশেখর ৷ রবিবার এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷

