ব্যাগ ভর্তি মাটি হাতে এস আই আর এর সুনানিতে এলেন মালদার এক যুবক
মালদা: ব্যাগভর্তি মাটি হাতে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হল মালদার এক যুবক। এদিন প্রশ্ন করতেই তিনি দাবি করেন সেটি দাদুর কবরের মাটি—ডিএনএ পরীক্ষা করলেই নির্বাচন কমিশন সব জানতে পারবে। ঠিক এভাবেই এক অভিনব প্রতিবাদ জানান ওই সংখ্যালঘু যুবক। ওই যুবক এদিন আরো জানায় এই মাটি পরীক্ষা করলেই সবকিছু সহজ হয়ে যাবে। তবে ওই যুবক কেন মাটি নিয়ে এস আই আর এর কেন্দ্রে এসে পৌঁছালো এদিন তা জানতে প্রশ্ন করা হলে সে জানায় তার কাছে অন্য কোন প্রমাণপত্র নেই, তাই সে মাটি নিয়ে এসেছে। আপাতত এটাই প্রমাণপত্র হিসাবে থাক। এমনকি এদিন ওই যুবককে ওইভাবে দেখে অবাক হয়ে যান অনেকেই, এই এসআইআর নামক যন্ত্রণা যে মানুষকে কতখানি বিভ্রান্ত করছে, বেশি ব্যস্ত করছে এই যুবককে দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। আরো জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন নয়। এস আই আর নামক প্যানিক সবার মধ্যেই ঢুকে গেছে, হয়তো ওই যুবক তাদের মধ্যেই একজন।


