ধরা দিলেন না প্রশান্ত বর্মণ, সুপ্রিম নির্দেশের সময়সীমা শেষ হলেও আত্মসমর্পণ করলেন না প্রাক্তন BDO

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ধরা দিলেন না প্রশান্ত বর্মণ, সুপ্রিম নির্দেশের সময়সীমা শেষ, আত্মসমর্পণ করলেন না প্রাক্তন BDO , তিনি এখন কোথায়? এই কথাই সবার মুখে মুখে ঘুরছে, কেন তিনি সুপ্রিম কোর্ট এর নির্দেশ মারলেন না? তার পিছনে কে আছে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে সবার মুখে মুখে। তবে প্রশান্ত বর্মন কি কোনদিন সত্যিই ধরা দেবেন? কোথায় আছেন তিনি গোটা রাজগঞ্জ জুড়ে এখন এই একটাই প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছে। তবে কি করবেন তিনি ? প্রশান্ত বর্মনকে নিয়ে রাজ্য সরকারই বা মুখ খুলছে না কেন? তবে কি রাজ্য সরকার তাকে বাঁচাতে চাইছে ? একজন খুনের আসামী, সুপ্রিম কোর্ট যাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে , কোন সাহসে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে, সত্যিই যদি তিনি নির্দোষ হন তবে কেন প্রকাশ্যে আসছেন না ? আপাতত তার ঠিকানা কোথায়? এত বড় কাজ তিনি করতে সাহসই পান কোথা থেকে? গোটা উত্তরবঙ্গ জুড়ে এই প্রশ্নটাই এখন সকলের মুখে মুখে ঘুরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *