পার্কিংয়ের বেড়াজালে ক্রমশ আটকে পড়ছে শহর শিলিগুড়ি, চরম ক্ষুব্ধ স্থানীয় দোকানদার থেকে ব্যবসায়ীরা
শিলিগুড়ি: বার বার বলা সত্যও শিলিগুড়ি শহর ক্রমশ আটকে পড়ছে অবৈধ পার্কিংয়ের বেড়াজালে। শিলিগুড়ির বিধান মার্কেটের দোকানগুলির সামনে দিয়ে গেলেই বুঝতে পারা যাবে, সেখানে কি অবস্থা হয়ে আছে, যতই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি নির্দেশ দিক না কেন যতই পুরসভা থেকে নির্দেশ আসুক না কেন, অবস্থা একই জায়গায় আটকে পড়ে আছে। এদিকে সমস্যার কোনো সমাধান না হওয়ায় বেজায় ক্ষুব্ধ মার্কেটের দোকানদারেরাও। তারা জানান এর ফলে বিক্রিতে প্রচন্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। আমাদের কিছু করার নেই, বারবার বললেও যদি কথা না শোনা হয় তবে আমরাইবা কি করব। তবে এইভাবে চললে একদিন আমাদের দোকান বন্ধ করে দিতে হবে। কারণ দোকান সারাদিন খুলে থাকলেও একটা খরচ আছে, আর ব্যবসায় যদি না হয় দোকান খুলে কি লাভ? এমনটাই জানালেন তারা।


