ওয়েস্ট বেঙ্গল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসারস্ অ্যাসোসিয়েশনের দার্জিলিং এবং কালিম্পং শাখার উদ্যোগে ৩৭তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করলেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : ওয়েস্ট বেঙ্গল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসারস্ অ্যাসোসিয়েশনের দার্জিলিং এবং কালিম্পং শাখার উদ্যোগে দীনবন্ধু মঞ্চে ৩৭তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান আমাদের সবাইকে পাহাড়ের মানুষের জন্য ভাবা উচিত, তাদের অনুষ্ঠান যদি গুরুত্ব পায় তবেই তা আমাদের কাছে একটু আলাদা মর্যাদা পায়। মেয়র এদিন আরো জানান আমাদের সমতল এবং পাহাড় সবাইকে এক হয়ে চলতে হবে। তবেই হাসিমুখে চলতে পারবো আমরা। মেয়র নিজের উপলব্ধি নিয়ে এও জানান আমি নিজের মন থেকে বিশ্বাস করি সবাই যদি এক হয়ে চলি কাজ অনেক সহজ হয়ে যাবে। পাহাড়ের মানুষের মনের গুরুত্ব যদি আমাদের কাছে বড়ো হয়ে দাড়ায় তবেই বুঝতে পারবো আমাদের লক্ষ সফল হয়ে যাবার জন্য তৈরী হয়েছে।


