ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল উত্তাল হলো প্রসূতির মৃত্যু ঘিরে , আটক হলো ৫ জন
বেস্ট কলকাতা নিউজ : ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল উত্তাল হলো প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে। এমনকি রোগীর পরিবারের বিরুদ্ধে উঠে এলো হাসপাতাল চত্বরে ভাঙচুরের অভিযোগ। জানা গেছে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই হাসপাতাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশবাহিনীও যায় ঘটনাস্থলে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণের চেষ্টায়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ মৃত রোগীর পরিবারের ৫ জনকে আটক করেছে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনায়।
পুলিশ আরও জানিয়েছে মৃতের নাম রোজিনা বিবি (২৮)। তিনি ডোমকল থানার জোড়গাছা গ্রামের বাসিন্দা আনারুল শেখের স্ত্রী। প্রসঙ্গত, আজ ভোরে অন্তঃসত্ত্বা রোজিনা ভর্তি হতে যান ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।তবে তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি দেখে। কিন্তু রাস্তাতেই প্রসূতির মৃত্যু হয় সেখানে নিয়ে যাওয়ার সময়।গন্ডগোল শুরু হয় এরপরেই। মৃতার পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে হাসপাতালের বিরুদ্ধে। তাদের কথায়, এমন কাণ্ড ঘটত না অন্য হাসপাতালে রেফার করার বদলে ডোমকল হাসপাতালে ভর্তি নিলে। অন্তত রোজিনা পেতেন প্রাথমিক চিকিৎসাটুকুও।