দ্রুত অনলাইন ক্লাস চালুর দাবি উঠলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতেই ক্লাস নেওয়ার পক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে । তাই এবার দ্রুত ক্লাস চালুর দাবি উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয়ের সমিতির সম্পাদক দেবব্রত দাস এও বলেন, ক্লাস শুরু হয়ে যাচ্ছে সব বিশ্ববিদ্যালয় । কিন্তু আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি। সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর ব্যবস্থা করতে হবে অনলাইন হোক বা অন্য কোনও পদ্ধতিতে। একটি কেন্দ্রীয় ওয়েবসাইট তৈরী করা যেতে পারে এক্ষেত্রে, যেখানে শিক্ষকরা আপলোড করতে পারবেন তাদের ক্লাসের ভিডিও বা অডিও ক্লিপ। এতে অনলাইন ক্লাসে সরাসরি যোগ দিতে না পারলেও, পড়ুয়ারা সেগুলি দেখে বা শুনে নিতে পারবে ওয়েবসাইট থেকেই।

এবিষয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীকে একটি চিঠিও দেওয়া হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে। দেবব্রতবাবুর আরো দাবি, উপাচার্য পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে।এদিকে, করোনা আবহে ভর্তি পক্রিয়া নিয়ে জট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে অনেকটাই চিন্তায় ফেলেছে। কারণ কলা বিভাগের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা গেলেও ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *