মুম্বইয়ের সামনে ফের শীর্ষস্থান দখলের হাতছানি নতুন বছরের শুরুতেই
বেস্ট কলকাতা নিউজ : নিউ ইয়ার ব্রেকের পর শনিবার ফুটবল ফের আইএসএলে ফিরছে মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে। আর সেই ম্যাচ জিতে ফের বাণিজ্য নগরীর দলটির সামনে লিগ টেবিলে শীর্ষস্থান দখলের হাতছানি এটিকে-মোহনবাগানকে টপকে। নর্থ-ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে অবাক করা হারের পর টানা ছ’ম্যাচে অপরাজিত তারকাখোচিত মুম্বই। যার মধ্যে তারা জয় লাভ করেছে ৫টি ম্যাচে। একটি ড্র। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এটিকে-মোহনবাগানের (১৭ পয়েন্ট) ঠিক পিছনে দ্বিতীয়স্থানে আইল্যান্ডাররা। অর্থাৎ, শনিবারের ম্যাচে পয়েন্ট পেলেই সার্জিও লোবেরার মুম্বই ফের চলে যাবে শীর্ষস্থানে।
কিন্তু মুম্বই কোচ বেশ সাবধানী দীর্ঘ ১২ দিনের বিরতির পর মাঠে নামার আগে। স্প্যানিশ কোচের কথায়, ‘ কখনোই কাম্য নয় দু’সপ্তাহের লম্বা এই বিরতি। এভাবে থমকে থাকা উচিৎ নয় যখন কোনও একটি দল মোমেন্টামে থাকে। তবে আমরা লম্বা অনুশীলনের জন্য অনেকটা সময় পেলাম। যেটা ইতিবাচক দিক। তবে আমাকে যদি বেছে নিতে বলা হয় তাহলে তিনদিনের ব্যবধানে দু’টো ম্যাচ খেলার থেকে লম্বা বিরতিকেই আমি বেছে নেব।’ আইএসএলে গত ছ’টি সাক্ষাতে মুম্বই অপরাজিত ইয়েলো ব্রিগেডের কাছে। এর মধ্যে তারা জয় লাভ করেছে ৫টি ম্যাচে। যদিও এই পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব না দিয়ে লোবেরা জানিয়েছেন, ‘ আমাদের জন্য এই ম্যাচটা বেশ কঠিন। কারণ অসংখ্য ভালো ফুটবলার রয়েছে বিপক্ষ দলে পাশাপাশি ওদের কোচও দারুণ।