রাজ্যের শস্যগোলা বর্ধমানে ৪০০ ট্রাক্টর মিছিল হতে চলেছে কৃষি আইনের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : দিল্লির মতো কৃষক বিক্ষোভের আঁচ পড়লো এ রাজ্যের শস্যভাণ্ডার নাম পরিচিত বর্ধমানেও। সাধারণতন্ত্র দিবসের দিন প্রায় ৪০০ ট্রাক্টর নিয়ে জোরালো প্রতিবাদ হবে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে। ওই দিন বৃহত্তম ট্রাকটর মিছিল হবে দিল্লিতে। কৃষক সভার এমনটাই দাবি। ইতিমধ্যেই জেলা প্রশাসনিক মহল সরগরম সিপিআইএমের কৃষক সংগঠনটির পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে ৪০০ ট্রাকটর নিয়ে মিছিলের কর্মসূচির জেরেই।
এই ঘোষণা করা হয়েছে বর্ধমানে সারা ভারত কৃষক সভার জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে। বৈঠকে ছিলেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন সহ অন্যান্য বাম কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে এও জানানো হয়, আগামী ২৬ জানুয়ারি বর্ধমান শহর জুড়ে ট্র্যাক্টর মিছিল হবে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সম মনোভাবাপন্ন প্রায় ১৮টি সংগঠনের উদ্যোগেই।কৃষক সভার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন জানান, গোটা ভারতবর্ষ জুড়ে ২৬ জানুয়ারি কৃষক সংগঠনগুলি কৃষি আইনের প্রতিবাদে পথে নামছে। প্রায় ১৮টি সংগঠন অংশ গ্রহণ করছে পূর্ব বর্ধমান জেলায় এই প্রতিবাদী আন্দোলনে।