অবশেষে বাংলায় শুরু হল এইমস হাসপাতালের আউটডোর ,এ বছরই শুরু হবে রোগীর ভর্তি নেওয়া
বেস্ট কলকাতা নিউজ : কথা ছিল ২০২১ এর জানুয়ারি মাস থেকেই চালু করা হবে, সেই অনুযায়ীই আজ বুধবার থেকেই কল্যাণী এইমস (অল ইন্ডিয়া ইনস্টিউট অফ্ মেডিক্যাল সায়েন্স) খুলে গেল সর্বসাধারণের জন্য। আপাতত রোগী পরিষেবা চালু করা হল আটটি আউটডোরে। যেখানে প্রতিদিন দেখা হবে একশো থেকে দু’শো রোগী। নাম রেজিস্ট্রেশন করাতে হবে এমনকি চিকিত্সকদের পরামর্শ পেতেও। এইমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে ধীরে ধীরে পরিকাঠামো বাড়ানো হলে আরও বেশি সংখ্যক রোগী দেখা সম্ভব হবে বলেও।
কর্তৃপক্ষের আরও আশা আরও বহির্বিভাগ চালু করা যাবে এপ্রিল-মে মাসেও। একটু দেরি হবে ইনডোর পরিষেবা পেতে গেলে। তবে ইনডোর পরিষেবা চালু হতে পারে এই বছরের মধ্যেই। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও তাঁদের পরিবার আশার আলো দেখছেন কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের যাত্রাশুরুতে। এই এইমস হাসপাতাল তৈরি করা হয়েছে কল্যাণী শহর থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বসন্তপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে ১৭৯.৮২ একর জমির উপরে। এই হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে।