শতাধিক ভোটার কার্ড এর হদিশ এনায়েতপুরের জঙ্গলে ! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : শতাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে রাস্তার ধারের জঙ্গলে। এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয় শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই। তবে শুধু মাত্র ভোটার কার্ডই নয়, পাওয়া গেছে এমনকি ভোটারদের ছবি, পঞ্চায়েতের সার্টিফিকেট সহ আরোও বেশ কিছু ছবিও। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে। খবর পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই নথিগুলি। সেগুলি বৈধ কিনা খতিয়ে দেখা হবে তাও।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজনের চোখে পড়ে কিছু ভোটার কার্ড পড়ে আছে জঙ্গলের পাশে। তাঁদের চোখ কপালে ওঠে কাছে যেতেই। একটা দুটো নয়, পড়ে রয়েছে প্রায় ১০০টিরও বেশি ভোটার কার্ড ও ভোটারদের ছবি। এমনকী সেই ভোটার কার্ডগুলির মধ্যে রয়েছে বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য হপনাম টুডুর কার্ডও। এছাড়া বেশ তার সঙ্গে আছে কিছু সরকারি নথি যেমন পঞ্চায়েতের সার্টিফিকেটও। এলাকাবাসী জড়ো হন গোটা বিষয়টি জানাজানি হতেই। খবর দেওয়া হয় এমনকি পুলিশকেও। কীভাবে ওই এলাকায় এতগুলো ভোটার কার্ড এল স্থানীয়রা প্রশ্ন তুলছেন এমনকি তা নিয়েও। তাঁদের আরও অনুমান, উদ্ধার হাওয়া কার্ডগুলি আসল।