১০০ টাকা ছাড়াল দেশের ২ রাজ্যে পেট্রলের দাম
বেস্ট কলকাতা নিউজ : পেট্রল ও ডিজেলের দাম বাড়ল এক টানা ১০ দিন। দিল্লিতে পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা হয়েছে নতুন দাম। গতকালের থেকে ৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম লিটার প্রতি হয়েছে ৮০ টাকা ২৭ পয়সা। এদিকে পেট্রলের দাম ৯১ টাকা ছাড়াল শহর কলকাতায়। ৩৩ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি ৯১ টাকা ১১ পয়সা দাম হল পেট্রলের নতুন দাম। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩২ পয়সা। ফলে কলকাতায় লিটার প্রতি ডিজেলের নতুন দাম হয়েছে ৮৩ টাকা ৮৬ পয়সা।
এদিকে ইতিমধ্যেই দেশে কয়েকটি রাজ্যে ১০০ টাকা পার করেছে পেট্রলএর দাম।১৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পেট্রলের খুচরো দাম তিন অঙ্কের ঘরে পৌঁছে যায় রাজস্থানের শ্রী গঙ্গানগরে। গতকাল ৩৪ পয়সা বেড়ে পেট্রলের দাম হয় ১০০ টাকা ১৩ পয়সা। আর ডিজেল ২৭ পয়সা বেড়ে হয় ৯২ টাকা ১৩ পয়সাতে। আজ পেট্রলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। মধ্যপ্রদেশের অনুপপুরেও পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। আজ সেখানে পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ২৫ পয়সা। ডিজেলের দামও দাঁড়িয়েছে ৯০ টাকা ৩৫ পয়সা।