এ রাজ্যে সেবার মধ্য দিয়েই পালিত হল আন্তর্জাতিক নার্সিং দিবস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতি বছরের মে মাসের ১২ তারিখ অর্থাত্‍ এই দিনে নার্সিং দিবস পালিত হয়ে আসছে এ রাজ্যে। ভারতে ১৯৬৫ এবং বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে পালিত হয়ে আসলেও এই দিনটি আন্তর্জাতিক ভাবে নার্সিং দিবস হিসেবে পালিত করার কথা ঘোষণা করা হয় ১৮২০ সালের ১২ ই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করা নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে। কারণ হিসেবে জানা যায় তিনি অসুস্থ সৈন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করে ছিলেন ১৮৫৩ সালে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধের সময়। এই যুদ্ধটি হয়েছিলো রাশিয়ার বিরুদ্ধে বৃটেন, তুরস্ক ফ্রান্স এবং সার্ডিনিয়া জোটের মধ্যে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল শুধু একটি দেশের পক্ষে নয়, সেবার মাধ্যমে সুস্থ করে তোলেন যুদ্ধে আহত সকল সৈন্যদের। এরপর বিভিন্ন গুণমুগ্ধদের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে তার সেবাকর্ম। তাই তাকে বলা হয় আধুনিক নার্সিং এর প্রবর্তক।

তবে বর্তমানে সরকারি স্বীকৃতি, মাইনে দেওয়ার পর তাদের খানিকটা সম্মানিত করা গেলেও। আজও তারা এ পেশায় নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন সংসার পরিজন ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সরকারি-বেসরকারি প্রায় প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রেই অন্যান্য বছর ছোটখাটো কিছু অনুষ্ঠান হয়ে থাকলেও, গতবছর বা এ বছরে করোনা প্রাদুর্ভাবের কারণে, তারা এই বিশেষ দিনটিতেও সেবার মধ্যে দিয়েই কাটাচ্ছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, আমরা গর্বিত রোগমুক্ত জীবন দানকারী এই পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে! তবে সুস্থ হওয়ার পর মুখের হাসি, এবং সামান্য সহযোগিতাতেই আমরা খুশি! তাই সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *