এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি
বেস্ট কলকাতা নিউজ : এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন মঙ্গলবার রাত থেকেই। বুধবার তার করোনা পরীক্ষাও করা হয়। বৃহস্পতিবার পজিটিভ আসে তার কোভিড রিপোর্ট। আপাতত মন্ত্রী আইসোলেশনে রয়েছেন তার নিজের বাড়িতেই।পরিবারের তরফে জানানো হয়েছে শোভনবাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও তা উদ্বেগজনক নয় বলেই।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব প্রবীণ মন্ত্রীকেই নিজেদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিলেন করোনা আবহে। সেই মতো নিজের বাড়িতেই ছিলেন ৭৭ বছর বয়সী রাজ্যের বিদ্যুত্মন্ত্রী। সম্প্রতি করোনার দাপট খানিকটা কমার ইঙ্গিত মিলতেই তাঁকে ফের দেখা যায় রাজনৈতিক এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতেও। শোভনবাবুর পরিবার সূত্রে খবর, দিন তিনেক আগে মন্ত্রী এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন শারীরিক সমস্যা নিয়ে। এমনকি মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও তিনি আসেন প্রচুর মানুষের সংস্পর্শে। নিজের বাড়ির পাশাপাশি তিনি পুজো করেন তৃণমূল ভবনেও। শোভনবাবু ফের অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার রাত থেকেই।