একাধিক লোকাল ট্রেন বাতিল হবে এই সপ্তাহে , জেনে নিন বিস্তারিত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই সপ্তাহের শেষেই হাওড়া ডিভিশনের শেওড়াফুলি-তারকেশ্বর রুটে বাতিল থাকবে এক গুচ্ছ লোকাল ট্রেন। ১০ মে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে রেল। কিন্তু কেন? জানা গিয়েছে, রেলের কিছু উন্নয়নমূলক কাজকর্মের জেরেই এ সপ্তাহের শেষে বাতিল থাকবে শেওড়াফুলি-তারকেশ্বর রুটের একাধিক লোকাল ট্রেন। এজন্য রেল যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে।

রেল আরও জানিয়েছে, ১৩ মে শনিবার রাত সাড়ে দশটা থেকে ১৪ মে রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৮৫৫ মিনিট অর্থাৎ প্রায় সাড়ে ১৪ ঘন্টা শেওড়াফুলি-তারকেশ্বর রুটে লোকাল ট্রেন বাতিল থাকবে। কারণ শেওড়াফুলি ও দিয়ারায় আপ ও ডাউন এই দুই লাইনেই ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

শনিবার কোন কোন ট্রেন বাতিল—
শনিবার বাতিল থাকছে— হাওড়া থেকে — 37349, 37351, 37379 এই নম্বরের ট্রেন গুলি।
গোঘাট থেকে বাতিল 37378 নম্বরের ট্রেন।

রবিবার বাতিল থাকছে—
হাওড়া থেকে: 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323, 37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307
শেওড়াফুলি থেকে: 37411, 37415
তারকেশ্বর থেকে: 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416
আরামবাগ থেকে: 37360, 37362, 37364
গোঘাট থেকে: 37372, 37374, 37390
সিঙ্গুর থেকে: 37304
হরিরপাল থেকে: 37308 এই নম্বরের ট্রেন।

তবে রেল জানিয়েছে, সাধারণ যাত্রীদের সুবিধার্থে শাটল ট্রেন চালু করা হবে।সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে চলবে এই শাটল ইএমইউ লোকাল।

শাটল ই এম ইউ লোকালের সময়—-তারকেশ্বর-সিঙ্গুর শাটল ইএমইউ লোকাল তারকেশ্বর স্টেশন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ১০-টায়। সিঙ্গুরে ট্রেনদুটি পৌঁছবে যথাক্রমে সকাল ৮টা ১০ ও বেলা ১০টা ৪০ মিনিটে।।

সিঙ্গুর-তারকেশ্বর শাটল ইএমইউ লোকাল সিঙ্গুর স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে ও বেলা ১১টায়। যে দুটি ট্রেন তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে সকাল ৯টা ১০ মিনিট ও বেলা ১১টা ৪০ মিনিটে। নিত্যযাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয় তার জন্যই এইরকম ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *