করোনার দ্বিতীয় দফার টিকাকরণ শুরু আজ থেকে, বাড়তে চলেছে এমনকি কেন্দ্রের সংখ্যাটাও
বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে করোনার দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে আজ থেকেই। এই পর্যায়ে টিকা নিতে পারবেন ষাটোর্ধ্ব এবং ৪৫ থেকে ৫৯ বছরের কো-মর্বিডিটিযুক্ত ব্যক্তিরাই৷ এদিকে, যাতে পাঁচ লাখ মানুষকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তার জন্য স্বাস্থ্য দফতর সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এ রাজ্যে।
প্রসঙ্গত, দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হয়েছে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকেই। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হয়। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের বয়স ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে অথচ কো-মর্বিডিটি রয়েছে, এই দ্বিতীয় পর্যায়ে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে এমন মানুদের ক্ষেত্রেই। ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে কলকাতায় ২৫ টি হাসপাতাল থেকে। সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাবে বিনামূল্যেই। বেসরকারি হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাবে ২৫০ টাকার বিনিময়ে।

