প্রার্থীতালিকা ছড়াচ্ছে ডিজিটাল মাধ্যমে ,মন খারাপ দিদির বাড়ির কাছে জেরক্স দোকান মালিকের
বেস্ট কলকাতা নিউজ : আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই এক জেরক্স দোকানের মালিকের দম ফেলার কোনো রকম ফুরসত থাকত না ভোটের প্রার্থীতালিকা ঘোষণার দিন সকাল থেকে। একবার প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেই লম্বা লাইন পড়ে যেত সেই তালিকা জেরক্সের জন্য। কিন্তু সেসব কিছুই এবার নেই। ডিজিটাল মাধ্যমেই সবাই তালিকা পেয়ে যাওয়ায় জন্যই কি দোকান ফাঁকা? মন খারাপ দোকানদারেরও। অন্যান্য বার তৃণমূল নেত্রী প্রার্থীতালিকা ঘোষণা করে দিলেই তারপর পার্টি অফিস থেকে সেই তালিকার কপি পেতেন সংবাদমাধ্যম ও কোর কমিটির সদস্যরা। তাঁদের কাছ থেকে নিয়ে সেই তালিকার ফটোকপি করে রাখতেন ওই দোকানদার। কারণ তালিকা নিয়ে কৌতূহল থাকত মানুষের মধ্যেও। তাই অনেকেই তালিকার ফটোকপি নিতেন তাঁর দোকানে এসে।
তিনি ভেবেছিলেন এবারও হয়তো তাই হবে। তাই ফটোকপি করে রাখেন তালিকা নিয়েও। কিন্তু কোথায় কী? দোকান খাঁ খাঁ। লিস্ট নিতে কেউ আসেনি। এই কারণে তাঁর মন খারাপ। সংবাদমাধ্যমকে তিনি এও জানিয়েছেন, ‘অন্যান্য বার দাঁড়াবার জায়গা পেতাম না। লাইন পড়ে যেত। মনে হত দোকানের কাঁচ ভেঙে যাবে। শুধু কর্মী-সমর্থকরাই নন, তালিকার ফটোকপি নিতেন অনেক নেতাও এসেও। কিন্তু সেরকম লোক নেই এবার। ডিজিটাল মিডিয়ার যুগ। সবাই তালিকা পেয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতেই। তাই হয়তো দোকানে আর ভিড় করছেন না।’