আদালতের ফাঁসির আদেশ বাটলা হাউজ কাণ্ডের প্রধান অভিযুক্তের
বেস্ট কলকাতা নিউজ : আদালত ফাঁসির সাজা দিল বাটলা হাউজ মামলায় ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গি আরিজ খানের। ২০০৮ দিল্লির সালে বাটলা হাউজে এক পুলিশ অফিসারের উপর গুলি চালায় ও হত্যা করে সে। সে সময় বাটলা হাউজে গুলির লড়াই চলেছিল দিল্লি পুলিশ ও একদল জঙ্গির মধ্যে। ওই লড়াইয়ে শহিদ হন ইন্সপেক্টর মোহন চাঁদ শর্মা। আহত হন আরও ২ জন।
দিল্লি পুলিশের স্পেশাল সেল উত্তর প্রদেশের আজমগড় থেকে আরিজ খানকে গ্রেপ্তার করে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। বাটলা হাউজ মামলা ছাড়াও এমনকি সে যুক্ত ছিল ২০০৮ সালে দিল্লি, রাজস্থান, গুজরাট ও উত্তর প্রদেশের সিরিয়াল ব্লাস্ট কাণ্ডের সঙ্গেও। পুলিশ আদালতে আপিল করে তার ফাঁসির জন্য। পুলিশ জানায় সে যে কোনও মানুষকে খুনের সঙ্গে জড়িত, এমন নয়। সে খুন করেছে একজন ল এনফোর্সমেন্ট অফিসারকেও। অ্যাডিশনাল পাব্লিক প্রসিকিউটর এ টি আনসারি আবেদন করে কঠোর শাস্তির প্রয়োজন এই মামলায়। অন্যদিকে আরিজ খানের তরফের আইনজীবী এম এস খান ফাঁসির বিরোধিতা করেন অভিযুক্তের।