রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে দেশে , মহাবিপদ এর আশংকা এখনই সাবধান না হলে
বেস্ট কলকাতা নিউজ : একদিকে নির্বাচন চলছে দেশের একাধিক রাজ্যে। এরই মধ্যে লাগামছাড়া হারে বাড়ছে দেশে করোনা সংক্রমণ এর মাত্রা। দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজারেরও বেশি, যা কিনা সর্বাধিক রেকর্ড এযাবৎকালে। সংক্রমণ কখনই ৮০ হাজারের মাত্রা পেরোয়নি গত কয়েকমাস ধরেও , ফলে এবার আতঙ্ক ক্রমশ বাড়ছে মানুষের মধ্যে ।শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন। ৪৬৯ জনের মৃত্যুও হয়েছে এই সময়ের মধ্যে । গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যা ৫০ হাজার ৩৫৬ জন।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা সংক্রমণের চিত্রটাও বদলেছে। দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন অবশ্য ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৯ জন। দেশে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৬৯৬ জন এই মুহূর্তে। দেশে করোনার জেরে ১ লক্ষ ৬৩ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। বিরাট সংখ্যক আক্রান্তের সংখ্যার একটা বড় অংশ মহারাষ্ট্রের হলেও পিছিয়ে নেই এমনকি অন্য রাজ্যগুলিও। ভোটমুখী রাজ্যগুলিতে লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়েই। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাবেও।