এই প্রথম স্বাধীনতার পর! তেরঙা পতাকা উড়ল জম্মু-কাশ্মীরের প্রেস এনক্লেভে
বেস্ট কলকাতা নিউজ : লাল চকের প্রেস এনক্লেভ কখনও জাতীয় পতাকা উড়তে দেখেনি স্বাধীনতার পর থেকে । অবশেষে এক ইতিহাস তৈরি হল আজ বুধবার। ভারতের তেরঙা উড়ল লাল পাথরের দেওয়ালের গায়ে । এদিন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লাল চকের প্রেস এনক্লেভে প্রথমবার জাতীয় পতাকা ওড়ার পর সোশ্যাল মিডিয়ায় সেই ঐতিহাসিক ছবি শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সেই সঙ্গে তিনি ট্যুইটারে লেখেন, ‘স্বাধীনতার পর এই প্রথম প্রেস এনক্লেভে তেরঙা পতাকা উড়ল।’
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রেস এনক্লেভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে। মঙ্গলবারই তেরঙা উত্তোলন করা হয়েছিল শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এসকেআইএমএস হাসপাতালে। গত সপ্তাহে এ বিষয়ে নির্দেশ জারি করেছিলেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার পিকে পোল।