এ রাজ্যে লকডাউনের ভাবনা নেই এখনই , ঘোষণা মুখ্যমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে স্থানীয় স্তরে। কোথাও আবার কার্ফুও জারি করা হয়েছে। কোথাও জারি করা হয়েছে রাত্রিকালীন কার্ফুও। এদিকে বাংলায় দৈনিক সংক্রমণ সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেলেও সরকার এখনও তেমন বড় কোনও বিধিনিষেধ আরোপ করেনি। সোমবারই ঘোষণা করা হয়েছে, স্কুল বন্ধ থাকবে মঙ্গলবার থেকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসারও।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবাইকে সচেতন করা হবে, কিন্তু ভয় দেখাবো না। এই সাংবাদিক বৈঠক থেকে কোনও রাজনৈতিক কথা নয়। এখনই কোনও চিন্তা নেই লকডাউনের বিষয়। লকডাউন করলেই সব কমে যাবে? একটু সময় দিতে হবে না মানুষকে ? হাজার হাজার লোক আসছে বাইরে থেকে, করোনা ছড়াচ্ছে সেখান থেকেও। লকডাউন করলে তো কষ্ট হবে মানুষেরই।