প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সরাবজি প্রয়াত হল নোবেল করোনায়
বেস্ট কলকাতা নিউজ : প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সরাবজি প্রয়াত হলেন করোনার জেরে। মৃত্যুকালে ৯১ বছর বয়স হয়েছিল পদ্ম বিভূষণ খেতাবজয়ী প্রখ্যাত এই আইনজীবীর। শুক্রবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি প্রয়াত হন চিকিৎসাধীন অবস্থায় । ১৯৩০ সালে সোলি জেহাঙ্গীর সোরাবজি জন্মগ্রহণ করেন মুম্বইয়ে। ১৯৫৩ সালে তিনি প্র্যাকটিস শুরু করেন বোম্বে হাইকোর্টে। ১৯৭১ সালে সুপ্রিম কোর্ট তাঁকে মনোনীত করে সিনিয়র আইনজীবী হিসাবেই।
সোলি সরাবজি প্রথমবার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেন ১৯৮৯ সালে । এরপর দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্বে ছিলেন ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত ।সোলি জেহাঙ্গীর সোরাবজি ছিলেন মানবাধিকার বিষয়ক আইনজীবী। ১৯৯৭ সালে তিনি এমনকি নিযুক্ত হয়েছিলেন নাইজেরিয়ায় জাতিসংঘের বিশেষ কর্মকর্তা হিসেবেও।