ব্যাপক দুর্নীতি হয়েছে’ বাঁধ তৈরির ক্ষেত্রে , শুভেন্দু অভিষেকের নিশানায় তাজপুরে
বেস্ট কলকাতা নিউজ : অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের তাজপুরে গিয়ে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷তিনি বলেন ‘ব্যাপক দুর্নীতি হয়েছে নদীবাঁধ তৈরিতে৷ দুর্নীতি করে আশ্রয় নিয়েছে অনন্য দলে গিয়ে৷ মুখ্যমন্ত্রীকে বলব উপযুক্ত পদক্ষেপ নিতে৷’ এদিন তাজপুরে ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অভিষেক এভাবেই নিশানা করেছেন অধিকারী পরিবারকে।
এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাজপুরে যান মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বেশ কয়েকজন কর্মাধক্ষ্যকে সঙ্গে নিয়ে।তিনি ঘুরে দেখেন ইয়াসের জেরে ভেঙে পড়া নদীবাঁধের পরিস্থিতি।আজ থেকেই ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি শুরু হয়েছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদেরও অংশ নিতে আবেদন করেছেন। ঝড়ের জেরে যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।অভিষেক এদিন আশ্বাস দিয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে বলে।