সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হল করোনায় শিশুদের হোমের অবস্থা নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : সারা দেশের শিশুদের হোমগুলির কী অবস্থা করোনা পরিস্থিতিতে এবং ঠিক কী কী করা যেতে পারে অনাথ শিশুদের পুনর্বাসনের জন্য ৷ এই নিয়ে আজ সোমবার এক শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে৷দেশের শীর্ষ আদালত এই মামলার শুনানি শুরু করল একরকম স্বতঃপ্রণোদিত হয়েই৷
বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে হচ্ছে মূলত এই মামলার শুনানি৷ বিচারপতি রাও আরও জানিয়েছে যে তাঁরা এই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট পেয়েছেন শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে৷ অ্যামিকাস কুরি (আদালতের বন্ধু) হিসেবে গৌরব আগরওয়াল আদালতকে সহায়তা করছেন এই মামলায়৷ তিনি জানিয়েছেন, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সরকারের তরফে৷ কেন্দ্র চেষ্টাও করছে শিশুদের মধ্যে মৃত্যুর হার কমানোর জন্য। ৷ করোনার কারণে যে সব শিশুরা অনাথ হয়েছে, কেন্দ্র ভাবছে তাদের ভবিষ্যেতর কথাও৷
কেন্দ্রের হয়ে এই মামলা লড়ছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি৷ তিনি জানান, কেন্দ্র দেখছে মৃত্যুর হারের বিষয়টি৷ তাছাড়া কীভাবে অর্থখরচ করা হবে করোনার জেরে অনাথ হওয়া শিশুদের জন্য৷ এই ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় পিএম কেয়ার্স ফান্ডকে, পুরোটাই কেন্দ্র খতিয়ে দেখছে৷