প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক অদ্রীশ বর্ধন
বেস্ট কলকাতা নিউজ : পরলোকে গমন করলেন প্রখ্যাত কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক এবং বিশিষ্ট অনুবাদক অদ্রীশ বর্ধন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই । গতকাল রাত একটায় তিনি প্রয়াত হন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যমহলে।অ্যাডভেঞ্চারের আকর্ষণে তিনি জীবনে অনেক পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজারের পদ থেকে ইস্তাফা দিয়ে পুরোপুরি লেখার পথ বেঁছে নেন । গোয়েন্দা কাহিনী দিয়ে তিনি লেখালেখি আরম্ভ করেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ।
বাংলা ভাষায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদির জন্য সাহিত্যপ্রেমী বাঙালি তাঁকে আজীবন মনে রাখবে । ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’ সম্পাদনা করেছেন তিনি। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন আকারে সংগঠিত করেন। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান ।এর আগে জানুয়ারি মাসেই গুরুতর অসুস্থ অবস্থায় সাহিত্যিক অদ্রীশ বর্ধনকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷ বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে ভরতি হতে হয় ৷ বর্ষীয়ান সাহিত্যিকের অসুস্থতার জন্য সাহিত্যমহল যথেষ্ট উদ্বিগ্ন ছিল।