এবার ভুয়ো মানবাধিকার কমিশনার পাকড়াও এ রাজ্যে! বাজেয়াপ্ত হল নীলবাতি লাগানো গাড়ি
বেস্ট কলকাতা নিউজ : আরও এক ভুয়ো অফিসার পাকড়াও হল এ রাজ্যে। ভুয়ো IAS, CBI-এর পর এবার ধরা পড়লো ভুয়ো মানবাধিকার কমিশনার। রঞ্জন সরকার নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে হুগলি চুঁচুড়া থেকে। পাশাপাশি একই সঙ্গে আটক করা হয়েছে আরও চারজনকে। এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো চারটি গাড়ি এবং চারটি মোটর বাইক।
অভিযোগ উঠেছে, সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে সরকারি চাকরি দেওয়ার নাম করে। চুঁচুড়ার জিটি রোড থেকে একটি প্রেপ লেখা স্কুটার আরোহীকে আটক করা হয় রবিবার রাতে নাকা চেকিংয়ের সময়। চুঁচুড়ার বাসিন্দা রঞ্জন সরকারের হদিস মেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের এসপি-১ মৌমিতা সাহা, ডেপুটি কমিশনার বিদীত রাজ বুন্দেশ ঋষিকেশ পল্লীর ওই অফিসে থানা দেন বিষয়টি স্পষ্ট হলে।এরপরই সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। তদন্তকারীদের আরও দাবি, রঞ্জন বাড়ি ভাড়া নিয়ে একটি অফিস খুলেছিল ওই এলাকায়। অভিযোগ সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে কখনও মানবাধিকার সংগঠন, আবার কখনও ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে।