এক নজরে আজকের খবর
১।বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র এবং বিষ্ফোরক উদ্ধার হল হাওড়ায়।
২।বিশ্বকাপ চলাকালীন বেটিং চক্রের পর্দাফাঁস হল শহর কলকাতায়, গ্রেফতার এক, তদন্তে নামলো পুলিশ।
৩।প্রয়াত হলেন বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা।
৪।নিমতার দক্ষিণ প্রতাপগড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা, গুলি চালানোর অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।
৫।তীব্র গরমের পর সাময়িক স্বস্তি, আকাশ কালো করে বৃষ্টি নামল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
৬।কলকাতায় বিরল প্রজাতির সিংহশাবক, তিনটি ওয়াইড হেডেড লঙ্গুর উদ্ধার এর ঘটনায় গ্রেফতার করা হলো ৩ জন কে।
৭।তৃণমূলের ৫০ বিধায়ক, চার সাংসদ প্রস্তুত বিজেপিতে আসতে, বিস্ফোরক দাবি
করলেন মুকুল রায়।
৮।পুকুর ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ, বাঁকুড়া শহরে আন্দোলন নামলেন
এলাকার স্থানীয় বাসিন্দারা।
৯।দায়িত্ব পেয়েই এসজেডিএ দফতরে এলেন প্রাক্তন সংসদ বিজয়চন্দ্র বর্মন।
১০।মৃত্যুর মুখ থেকে প্রসূতিকে ফিরিয়ে আনলেন বালুরঘাট সুপার স্পেশালিটি
হাসপাতালের চিকিৎসকরা।