BLA 1 এর নতুন দায়িত্ব তার উপরে, ‘তৃণমূল কংগ্রেস আছে আপনাদের পাশে” জানালেন পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : BLA 1 এর দায়িত্ব তার উপরে।এদিন শিলিগুড়িতে তার সূচনায় পাপিয়া ঘোষ জানান তৃণমূল কংগ্রেস আছে আপনাদের পাশে। একটুও ভয় পাবেন না। কেউ আপনাদের দেশছাড়া করতে পারবে না। আতঙ্কিত হবেন না, আমরা তো আছি আপনাদের পাশে। এদিন এই গুরুত্বপূর্ণ আলোচনার মুল বিষয় ছিল SIR,। এদিন BLA 1 এর দায়িত্ব নেবার পরে পাপিয়া ঘোষ জানান দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি পালন করবো। আমার কাজ হল মানুষের পাশে থেকে কাজকে বুঝিয়ে দেওয়া। যেভাবে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে তাতে মানুষের ভয় পেয়ে যাবার ই কথা, আমরা সে ভয় কে হটিয়ে দেবো। বাংলার মানুষের মধ্যে ইতিমধ্যেই চরম আতঙ্ক ছড়িয়েছে, সেটা যাতে আর না থাকে সেটা দেখবে তৃণমূল কংগ্রেস এদিন এমনটাই জানালেন নেত্রী পাপিয়া ঘোষ।


