BSF কমান্ডান্ট গ্রেফতার হল ১৫০ কোটি টাকা তছরূপের অভিযোগে
বেস্ট কলকাতা নিউজ : বিএসএফ কমান্ডান্ড গ্রেফতার হল প্রতারণার অভিযোগে । তার বিরুদ্ধে অভিযোগ মানেসররে এনএসজি ক্যাম্পাসের নির্মাণের জন্য ঠিকাদার সংস্থার কাছ থেকে ১২৫ কোটি টাকা নিয়েছিলেন বলে।তার পরেই তিনি দেশ ছেড়ে পালানোর ছক কষছিলেন ভলেন্টারি রিটায়মেন্ট নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হয়নি। তার আগেই তার জালিয়াতি ধরা পড়ে যায়। গ্রেফতার করা হয় এমনকি বিএসএফ কর্তাকেও।
শনিবার পুলিশ ১ কোটি টাকার সোনার অলঙ্কার এবং কয়েন উদ্ধার করে এনএসজিতে ডেপুটেশনে নিযুক্ত রাজা প্রবীণ যাদবের শ্যালকের বাড়ি থেকে।এদিকে পুলিশের মতে, প্রবীণ তার পরিবারের সদস্যদের সাথে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল এবং যোগাযোগ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার বন্ধু এবং কিছু ব্যবসায়ীর সাথেও । কিন্তু ওই বিএসএফ কর্তা গ্রেফতার হয় তার আগেই ।