CAB-এর বিরোধিতায় প্রধান মন্ত্রীর কুশপুতুল পুড়ল শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে গতকাল কলকাতায় পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা।এর পাশাপাশি সারাদিন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে শহরের বিভিন্ন প্রান্তেও । পোড়ানো হয় বিলের প্রতিলিপিও । চলে CAB বিরোধী স্লোগানও। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান কলেজস্ট্রিট এলাকায়। CAB-র প্রতিলিপি পোড়ানো হয় সেখানেও । সন্ধ্যায় কলকাতার মেয়ো রোড থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মশাল হাতে বিক্ষোভ দেখায় ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’ নামে একটি সংগঠন। প্রতিবাদ স্বরূপ ১৬ ডিসেম্বর বাংলা বনধের ডাকও দিয়েছে তাঁরা । CAB ও NRC-র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক এবং বিরোধী দলও । প্রতিবাদ মুখর বিভিন্ন শাখা সংগঠনও। কিন্তু কোনও সংগঠনকে এতদিন মশাল হাতে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়নি। গতকাল সেটাই করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সংগঠনটি। সংগঠনের যুবক ও যুবতিরা সন্ধ্যায় মশাল হাতে মেয়ো রোড থেকে প্রতিবাদের সূচনা করেন। এরপরেই মিছিল করে তাঁরা ওয়াই চ্যানেল পর্যন্ত যান।প্রতিবাদে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও । মশালের শিখায় ঢেকেছিল ওয়াই চ্যানেল চত্বর। শহরে প্রতিবাদ চলে বেশ কয়েক ঘণ্টা।