CBI কর্মীরা অফিসে ঢুকতে পারবেন না জিন্স, টি-শার্ট পরে , নির্দেশ জারি অধিকর্তার
বেস্ট কলকাতা নিউজ : সুবোধ কুমার জয়সওয়াল খোলনলচে বদলে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্ব নিয়েই। এবার থেকে জিন্স, টি-শার্ট পরে অফিসে ঢুকতে পারবেন না সিবিআই -এর কোনও কর্মী। এমনকীদাড়িও রাখতে পারবেন না সিবিআই কর্মীরা । সিবিআইয়ের অধিকর্তা সুবোধ কুমার জয়সওয়াল সব কর্মীকে বিষয়টি জানিয়ে দিয়েছেন রীতিমতো নির্দেশিকা জারি করেই। গত সপ্তাহেই জয়সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ৩৩তম অধিকর্তা মনোনীত হয়েছেন। সিবিআইয়ের সার্বিক দক্ষতা বাড়াতেই তাঁর এই তৎপরতা বলে জয়সওয়াল ঘনিষ্ট মহলে জানিয়েছেন।
সিবিআইয়ে একরকম হুলস্থূল কান্ড। এবার থেকে সিবিআই কর্মীরা অফিসে ঢুকতে পারবেন না জিন্স, টি-শার্ট পরে। এই নিয়ম মানতে হবে সংস্থার পদস্থ কর্তা থেকে শুরু করে সব স্তরের কর্মীকেই। রীতিতো নির্দেশিকা জারি করে সিবিআইয়ের নয়া অধিকর্তা সুবোধ কমার জয়সওয়াল বিষয়টি জানিয়ে দিয়েছেন। এবার থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীদের অফিসে আসতে হবে ফর্মাল ড্রেসেই ।
এমনকী স্পোর্টস সু পরেও তাঁরা আসতে পারবেন না। পরতে হবে ফর্মাল সু। ওই নির্দেশিকায় নয়া সিবিআই অধিকর্তা আরও জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক কর্মীকে অফিসে আসতে হবে শার্ট , ফর্মাল ট্রাউজার ও ফর্মাল সু পরে দাড়ি কেটে ।নতুন এই নিয়ম মানতে হবে সিবিআইয়ের মহিলা কর্মীদেরও। সিবিআইয়ের মহিলা কর্মীরা শাড়ি , সুটস, ফর্মাল শার্টস ও ট্রাউজার পরে অফিসে আসতে পারবেন। অফিসে ঢোকা যাবে না জিন্স, টি-সার্ট, স্পোর্টস সু, চপ্পল পরে।